মানুষের দ্বারা তৈরি প্রাণী
বিজ্ঞান আজকের দিনে বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে. আমাদের কাছে এমন একটা রোবট আছে যে আমাদের সঙ্গে কথা বলে আমাদের প্রশ্নের উত্তর দেয়. আর আজ আমরা হাজার কিলোমিটার রাস্তা মিনিটের মধ্যেই যেতে পারি. বিজ্ঞানের এত চমৎকার মধ্যে এটা এমন অনেক চমৎকার আছে যার উল্লেখ এখনো পর্যন্ত হয়নি. সেই সব চমৎকার এর মধ্যে এক চমৎকার আছে মানুষের দ্বারা তৈরি করা প্রাণী. জীবজন্তুর জন্ম তো প্রাকৃতিক দ্বারাই হয়. কিন্তু বিজ্ঞান এমন প্রাণী তৈরি করেছে যাদের দেখে আপনি অবাক হয়ে যাবেন. কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে যে এইসব কথা 100% সত্য. চলুন জানি আমরা মানুষের দ্বারা তৈরি করা প্রাণীদের সম্পর্কে.
Featherless Chicken
এই মুরগিটিকে rehovot agronomy ইনস্টিটিউট এর বৈজ্ঞানিকরা প্রায় 2000 সালে তৈরি করেছিল. এবার আপনি বলবেন যে এইরকম মুরগি বানিয়ে লাভ কি. এটা কেন বানানো হয়েছে. বিনা পালকের মুরগিটি তৈরীর একটাই কারণ হচ্ছে যে যদি ভবিষ্যতে কোন বিনা পালকের প্রাণী হয় . তবে সে বিনা পালকের ও গরম দেশে আরাম ভাবে বেঁচে থাকবে. কিন্তু পরে এই সিদ্ধান্তটি অসফল হয় কারণ এভাবে মুরগি ঠান্ডা তো থাকে কিন্তু তাকে পোকামাকড় কামড়ালে অনেক অসুবিধে হয়.
Mouse With Human Ear
আজ থেকে 21 বছর আগে 1997 সালে microsoft পৃথিবীর ধোনি কোম্পানিতে ঘোষিত হয়েছিল, সেই সময় মানব ইতিহাসে একটি অদ্ভুত ঘটনা ঘটলো. সেই সময় একটি ইঁদুরের শরীরে মানুষের কান লাগানো ছিল. এই আবিষ্কার dr charles করেছিল.
0 comments:
Post a Comment