বিজ্ঞান আসার পর মানুষের মস্তিস্ক অনেক তেজ হয়েগেছে যে বিজ্ঞানের সাথে টেকনিকের লড়াই করে এমন কিছু জিনিস তৈরি করে যেটা মানুষের কাজেই লাগে এবং মানবজাতির অনেক উপকার হয়। কখনো কখনোতো কিছু জিনিসের আবিষ্কার করেওনা ভুল করে আবিষ্কার হয়ে যাই এবং সেটা আমাদের অনেক কাজে লাগে। অনেক এইরকম আবিষ্কার পৃথিবীতে হয়েছে কিন্তু আজ এই পোস্টে আমি ফ্রীজের আবিষ্কারের কথা বলবো। ফ্রীজের আবিষ্কার কিভাবে হলো এবং এর আবিষ্কার কে করলো ? অনেক সময় আগে মানুষ জল ঠান্ডা রাখার জন্য মাটির কলসি ব্যবহার করতো কিন্তু সময়ের সঙ্গে মানুষ এখন ফ্রীজের ব্যবহার করছে কারণ মাটির কলসির চেয়ে ফ্রীজে জল বেশি ঠান্ডা থাকে। ফ্রীজের আবিস্কারতো অনেক আগেই হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একে পরিবর্তন করে ভালো কোয়ালিটির ফ্রীজ বাজারে নিয়ে আসা হলো। আমরা বর্তমানে ফ্রীজ খাবার খারাপ হওয়া থেকে বাঁচানোর জন্য ব্যবহার করে থাকি।
'ফ্রীজ' এর আবিষ্কার কে করেছে
১৭৫৫ সালে প্রথম এক প্রফেসর ফ্রীজের ডিজাইন তৈরি করেছিল কিন্তু কেউ তাতে লক্ষ্য করেনি। তারপর ১৮০৫ সালে Oliver Evans আমেরিকার বিজ্ঞানী প্রথম Closed Vapor Compression Refrigeration এর সম্পর্কে বললো যার সাহায্যে বরফ তৈরি করা যেতে পারে। কিন্তু ১৮৩৪ সাল পর্যন্ত এতে কেউ রুচি দেখালোনা। তারপর ১৮৭৬ সালে Carl Von Linde ফ্রীজ তৈরির প্রকল্পকে মোডিফাই করলো এবং তিনি ফ্রেজের পেন্টেটও নিজের নামে করলো। ১৯১৪ সালে Engineer Nathaniel B.Wales সর্বপ্রথম Electric Refrigeration সম্পর্কে ভেবেছিলো পরে তা কেলবিনেটরের জন্য তৈরি হলো। ১৯১৮ সালে Compressor এর সঙ্গে ফ্রীজের আবিষ্কার Alfred Mellowes করেছিল। Alfred Mellowes ফ্রীজের আবিষ্কার ব্যাবসার জন্য করেছিল। ১৯১৮ সালে William C.Durant "Frigidaire Company"তৈরি করলো যেখানে অনেকটা ফ্রীজ উৎপাদন করা হলো। সেই বছরই ১৯১৮ সালে Kelvinator Company সর্বপ্রথম Automatic Control ফ্রীজ তৈরি করলো। সর্বপ্রথম Absorption Refrigerator আবিষ্কার সুইডেনে বসবাসকারী Baltzar von Plate এবং Carl Munters ১৯২২ সালে করেছিল। যখন তারা Royal Institute Of Technology তে পড়াশোনা করছিলো। পুরো পৃথিবীতে এক সফল ফ্রীজ তৈরি হয়েগেলো এবং Electrolux দ্বারা এর বাণিজ্যিকীকরণ করা হলো।
ফ্রীজের কিছু অজানা কথা
- পৃথিবীর সবচেয়ে বড়ো ফ্রীজ ২৭ কিলোমিটার লম্বা।
- আমেরিকায় প্রত্যেক বছর ৮ মিলিয়ন ফ্রীজ বিক্রি হয়।
- ১৯৫৬ সালে আমেরিকায় ৮০% মানুষের কাছে ফ্রীজ ছিল।
- Pennsylvania একটা আইন যার ফলে ফ্রীজের সামনে ঘুমানো একটা অপরাধ
আজকে আমি এই পোস্টে ফ্রীজের ব্যবহার এবং এর আবিষ্কার কে করেছে সেই সম্পর্কে বলেছি যদি এই পোস্টটি ভালো লাগে তাহলে Share করুন বন্ধুদেরকে এবং ফলো বা Subscribe করুন। যদি কোনো কিছু সম্পর্কে বাংলা ভাষায় জানতে চান তাহলে কমেন্ট করুন সেই সম্পর্কে পোস্ট লেখার চেষ্টা করবো।
http://www.activesearchresults.com/ac.php?zn58nQrytrAfbhaRqBt1LDKnA4Z7sHLyw42bXoS0oyDzfyeOYUpEjQ%3D%3D
http://www.activesearchresults.com/ac.php?zn58nQrytrAfbhaRqBt1LDKnA4Z7sHLyw42bXoS0oyDzfyeOYUpEjQ%3D%3D
0 comments:
Post a Comment