আমাদের প্রতিদিনের জীবনে যা কিছু হয় সেটা ডেসটিনি বা নিয়তির সঙ্গে দেখি . এইসব বাদ দিয়ে যখন আমরা এমন ঘটনার সঙ্গে সম্মুখীন হয় যার কোনো স্পষ্টীকরণ দেওয়া যায়না তখন তাকে কোইন্সিডেন্স নাম দিয়ে সেই ঘটনাকে দ্বিতীয় বার বিচার করিনা। আজ এই পোস্টে আমি কিছু কোইন্সিডেন্সের কথা বলবো তো চলুন শুরু করি
পৃথিবীর কিছু রহস্যময়ী কাকতালীয় ঘটনা - Mysterious Coincidents In The World In Bangla
Falling Babies
Hugh Williams
১৬৬৪ সালে এক ওপেন শিপ মেনাই স্ট্রেট সাগরের জলের ঝাপটে এসে ডুবে যাই এবং সেই শিপের সবাই মারা যাই শুধু এক ব্যাক্তি ছাড়া যার নাম ছিল হিউ উইলিয়ামস। ১৭৮৫ সালে আরেকটি শিপ দুর্ঘটনা হলো। আর শিপে ৬০ জন যাত্রীর মধ্যে ৫৯ জনের মৃত্তু হয়ে যাই এবং এখানেও সেই surviverer নাম ছিল হিউ উইলিয়ামস। ১৮২০ সালে আবার মেনেই স্ট্রেট সাগরে এক মালবাহক জাহাজ ডুবলো। এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয় কিন্তু এখানেও শুধু এক ব্যাক্তির প্রাণ বাঁচে। এবং সেই ব্যাক্তির নাম ছিল হিউ উইলিয়ামস। ১৯২০ সালে জার্মান মাইনের সঙ্গে লেগে আরো এক শিপ বিসফটকে হয়। এই দুর্ঘটনায় কেবল ২ জন ব্যাক্তির প্রাণ বাঁচে এবং সেই ২ জনেরই নাম ছিল হিউ উইলিয়ামস। এইসব ঘটনাকে দেখে আপনার কি মনে হয়। এটি কি সত্যি কোনো অদ্ভুত কোইন্সিডেন্স ছিল না এই নামের সঙ্গে জড়িত কোনো রাজ।
Twin Tragedy
১৯৭৫ সালে এক ব্যাক্তির নিজের বাইকে করে যাওয়ার সময় এক ট্যাক্সির সঙ্গে এক্সিডেন্ট হয়ে গেলো এবং এই দুর্ঘটনায় মানুষটির প্রাণ চলে যায়। এই ঘটনার ঠিক এক বছর পর তার ছোট বই সেই বাইকের মেরামত করলো এবং সেই বাইক কে রেশ ড্রাইভার জন্য নিয়ে গেলো। কিন্তুeke দুর্ভাগ্য বলুন অথবা ডেসটিনি তার ছোট ভায়েরও ঠিক সেই জায়গায় সেই ট্যাক্সির সঙ্গে এক্সিডেন্ট হলো যেমন এক বছর আগে তার দাদার হয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো যে দুজনেরই এক্সিডেন্টে সেই ট্যাক্সিতে বসা ড্রাইভার এবং পাসেঞ্জারও একই ছিল। এই ঘটনাকে জেনে প্রত্যেকেই অবাক ছিল। আর এটি পৃথিবীর সবচেয়ে বিচিত্র এবং দুঃখজনক কনসিডেন্সের মধ্যে এক মানা হয়।
Royal Coincidence
এই অদ্ভুত কৈসিডেন্সের ঘটনা ঘটিত হওয়ার সঠিক সঠিক কারণের সম্পর্কে খোঁজ করা অনেক মুসকিল হয়ে যাই। কিন্তু এইসব ঘটনা জানার পর আমরা ভাবতে বাধ্য হয়ে যাই যে সত্যি কি এগুলো কোইন্সিডেন্স না কোনো অমীমাংসিত রাজ আপনি কি ভাবেন এই সম্পর্কে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন।
0 comments:
Post a Comment