মশা দেখতে ছোট হলেও এটির কারণে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠে। এটি এমন এক জীব যে ডাক্তারও মশার কাছ থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়। আসুন জানি মশার সম্পর্কে কিছু অজানা কথা যেটা হয়তো আপনি জানেন না।
মশার সম্পর্কে কিছু অজানা কথা | Interesting Facts about Mosquitoes in Bangla
1. মশা এমন একটি পতঙ্গ যে পৃথিবীর প্রত্যেক জায়গায় পাওয়া যাই
2. আপনি জেনে অবাক হবেন যে শুধু স্ত্রী মশা মানুষকে কামরায় পুরুষ মশা মানুষকে কামড়াইনা।
3. পুরুষ মশা শুধু গাছপালার রস চুষার কাজ করে।
4. ডিম্ পাড়ার জন্য স্ত্রী মশাকে প্রোটিনের প্রয়োজন হয় তাই তারা আমাদের রক্ত চুষে।
5. স্ত্রী মশা যখন শরীরে রক্ত ভোরে নেই তখন সে ২ দিনের জন্য আরাম করতে চলে যায়।
6. পৃথিবীতে মশার ৩৫০০ প্রজাতি দেখতে পাওয়া গিয়েছে।
7. মশা দাঁতের সাহায্যে রক্ত চুসেনা। পেনি শুঁড়ের মতো জিনিস দিয়ে রক্ত চুষে।
8. একটি মশা তার ওজনের চেয়ে ৩ গুন্ বেশি রক্ত চুষতে পারে।
9. স্ত্রী মশা একসঙ্গে প্রায় ৩০০ ডিম্ দেয়।
10. আমাদের শরীরের ঘামের জন্য মশা আমাদের রক্তের সন্ধান পাই।
11. আপনি বিশ্বাস করবেন না যে মশা আমাদের শ্বাস সুঙ্গতে পারে।
12. মশা বেশি দূর পর্যন্ত এবং বেশিক্ষন উড়তে পারেনা।
13. পুরুষ মশা স্ত্রী মশাকে তার পাখার আওয়াজেই চিনতে পেরে যায়।
14. স্ত্রী মশা ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে আর পুরুষ মশা মাত্র ১০ দিন বেঁচে থাকে।
15. বৈজ্ঞানিকরা বলেন যে "ও" ব্লাড গুরুপ মানুষদের অন্যান্য মানুষের তুলনায় বেশি কামরায়।
0 comments:
Post a Comment