google image
"শিবায়" ছবির অসফলতার পর "গোলমাল এগেইন" ছবি দ্বারা কমে বাক করেছেন অজয় দেবগান। আজকে এই পোস্টিতে অজয় দেবগানের কিছু অজানা কথা বলবো যেটা হয়তো আপনি কোনো দিন শোনেননি। তো চলুন শুরু করি ---
অজয় দেবগানের কিছু অজানা কথা - Unknown Facts about Ajay Devgan in Bangla
1. অজয় দেবগানের জন্ম ২ এপ্রিল ১৯৬৯ সালে। অজয় এর বর্তমান বয়স ৪৭ বছর।
2. অজয় দেবগানের জন্মের সময়কার নাম ছিল বিশাল দেবগান।
3. অজয় দেবগান অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে একজন ডিরেক্টরও। শিবায় ছবি অজয় দেবগান ডাইরেক্ট করেছেন।
4. তিনি সিনেমা জগতে প্রথম পা রাখেন ১৯৯১ সালের "ফুল ওর কাঁটে" সিনেমা থেকে।
5. অজয় দেবগান আসলে একজন পাঞ্জাবি। তাঁর বাবা বিরু দেবগান হিন্দি সিনেমার স্টান্টম্যান ছিলেন।
6. অজয় দেবগান সেই অভিনেতাদের মধ্যে একজন যে বলিউডে ২৫ বছর অতিক্রম করেছেন।
7. অজয় আর কাজল ১৯৯৯ সালে বিয়ে করেন এবং তাদের ২ টা সন্তান। অজয় দেবগান পপুলার অভিনেত্রী তনুজা ঠাকুরের জামাই।
8. অজয় দেবগানের তৃতীয় নাম রাজু। তাকে বাড়ির সবাই রাজু নামেই ডাকে।
9. করান অর্জুন সিনেমার জন্য সালমান খানের ভূমিকার প্রথম পছন্দ অজয় দেবগান ছিল। কিন্তু অজয়ের পছন্দের ভূমিকা ছিল যেটা শাহরুখ খান করেছিলেন। শাহরুখ খানের ভূমিকাটা না পাওয়ায় সে সিনেমাটি করতে মানা করে দেয়।
10. ১৯৮৫ সালের "পিয়ারী বেহেনা" সিনেমায় মিঠুন চক্রবর্তীর ছেলে বেলার ভূমিকায় কাজ করেছেন।
11. সুপারহিট সিনেমা "বাজিরাও মাস্তানি"র জন্য প্রথমে অজয়কেই অফার করেছিল।
12. অজয় বাড়ি থেকে বেরোনোর সময় বাবা-মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে কখনোই ভুলেনা।
13. অজয় দেবগান বেশি কথা বলা পছন্দ করেনা।
14. আপনি জেনে অবাক হবেন যে তার এক চোখের সমস্যা আছে। তাকে বেশি টিভি, সিনেমা না দেখার জন্য বলা হয়েছে।
15. অজয় যখন বলিউডে নতুন তখন কম হ্যান্ডসম হওয়ায় তাকে নিয়ে সবাই মজা করতো। কিন্তু সে নিজের অভিনয়ের দ্বারা সবাইকে তাদের উত্তর দিয়েছে।
16. বললিউডে অজয় দেবগানের সবচেয়ে কাছের বন্ধু সঞ্জয় দত্ত এবং সালমান খান।
17. অজয় ভগবান শিবের অনেক ভক্ত। তাই সে বুকের ওপর শিবের ট্যাটু তৈরি করেছেন।
18. অজয়কে সিনেমার পার্টি পছন্দ না।
19. অজয় দেবগনকে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরুস্কার পদশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে।
20. অজয় বলিউডের সবচেয়ে বেশি ফিস নেওয়া অভিনয়ের মধ্যে একজন।
21. অজয় দেবগান ১০০র বেশি সিনেমাতে অভিনয় করেছেন।
22. অজয়কে ২টি সিনেমার জন্য সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় ফিল্ম পুরুস্কারে সম্মানিত করা হয়েছে।
বন্ধুরা আপনি এই পোস্টে অজয় দেবগানের কিছু অজানা কথা জানতে পারলেন। আশা করি পোস্টি পরে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে SHARE করুন।
0 comments:
Post a Comment