google image
আজকে এই পোস্টে বলিউড অভিনেতা সালমান খানের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অজানা কথা আপনাদেরকে বলবো যেগুলো হয়তো আপনি জানেন না। আমাদের মনের মধ্যে ইচ্ছে জাগে আমাদের প্রিয় অভিনেতার জীবনের কথাগুলো জানার কিন্তু আমরা সেটা জানতে পারিনা। আজ আমি আপনাকে সালমান খানের অজানা কথা বলবো যেটা আপনাকে অনেক ভালো লাগবে জেনে। তো চলুন শুরু করি -
সালমান খানের কিছু অজানা কথা | Unknown Facts About Salman Khan
- সালমান খানের আসল নাম আব্দুল রাশিদ সেলিম সালমান খান। এই নামটি সালমান খানের দাদু এবং তার বাবার দেওয়া।
- সালমান খানের আসল নাম আব্দুল রাশিদ সেলিম সালমান খান। এই নামটি সালমান খানের দাদু এবং তার বাবার দেওয়া।
- সালমান খান 12th পর্যন্ত পড়েছে। তিনি কলেজে এডমিশনও হয়েছিলেন কিন্তু সিনেমা জগতে চলে আসায় তার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি।
- সালমান খান রাইটার এবং ডিরেক্টর রূপে কাজ করতে চেয়েছিলেন। তাই সে ১৯৮৮ সালে 'ফলক' সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রূপে কাজ করেছিল কিন্তু সিনেমাটি বক্স অফিসে চলেনি।
- কোম্পা কোলা সালমান খানের প্রথম বিজ্ঞাপন যেটা সালমান খান ১৫ বছর বয়সে করেছিল এবং এই বিজ্ঞাপনের জন্য তাকে ৭৫০ টাকা দেওয়া হয়েছিল।
- সালমান খান যে সিনেমাটির জন্য তারকা হয়েগেলেন সেই সিনেমা 'মেইনে পিয়ার কিয়া'র জন্য প্রোডিউসারের প্রথম চয়েস ছিলেন না। প্রোডিউসারের প্রথম চয়েস ছিল দীপক তিজড়ি এবং পিয়ুস মিশ্র ছিলেন।
- সালমান খান 'মেইনে পিয়ার কিয়া'র জন্য ৩১০০০ টাকার কথা বলেছিলো কিন্তু যখন সিনেমা হিট হলো তো তাকে ৭৫০০০ টাকা দিয়েছিলো। এই সিনেমা থেকে সুপার ষ্টার হওয়ার পরেও ৬ মাস তার কাছে কোনো কাজ ছিলোনা।
- 'বাজিগর' সিনেমার জন্য সর্বপ্রথম সালমান খানকে অফার করেছিল কিন্তু তিনি নেগেটিভ রোল করতে চাইনি তাই সে মণ করে দিয়েছিলো। পরে আমির খান , অক্ষয় কুমার রিজেক্ট করার পর শারুক খান সেই সিনেমাটি করে।
- যখন সালমান খান এবং ঐশ্বর্য রায় আলাদা হওয়ার খবর পাওয়া গেলো তো সালমান খান ঐশ্বর্য রায়ের বাড়ির সামনে সারারাত্রি দাঁড়িয়ে চেঁচাচ্ছিলেন এই কথাটা সত্যি সেটা সালমান খান নিজেই এক ইন্টারভিউয়ে বলেন এখন সেই সোসাইটিতে যাওয়া সালমানের নির্দেশ আছে।
- ২০১২ সালে সিনেমা শুটিংয়ের সময় তিনি জানতে পারেন যে অনেক মানুষ আছে যারা ফিনের টাকা দিতে না পারায় তাদেরকে জেলে রাখা হয়েছে। তখন সালমান খান ৪০০০০০০ টাকা দিয়ে ৪০০০ ব্যাক্তিকে জেল থেকে মুক্তি করেন।
যদি সালমান খানের সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার (Whatsapp,Facebook)করুন।
0 comments:
Post a Comment