বলিউড হলিউডের পর মনোরঞ্জনের দ্বিতীয় সবচেয়ে বড়ো সাধন মানা হয়। তো আজকে আমি আপনাদের বলবো হিন্দি সিনেমার কিছু অজানা কথা।
হিন্দি সিনেমার কিছু অজানা তথ্য - Interesting Facts about Bollywood
১. বলিউডের শুরু ১৯১৩ সালে হয়েছিল।
২. হিন্দি সিনেমার সবচেয়ে লম্বা লম্বা গান হচ্ছে "অব তুম্হারে হাবালে বাতান সাথিও" যেটা ২০ মিনিটের ছিল।
৩. "দিলবালে দুলহানিয়া যে জায়েঙ্গে" পৃথিবীর প্রথম সিনেমা ছিল যেটা অনেক দিন পর্যন্ত চলেছিল। সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শক এতোই পছন্দ করলো যে এই সিনেমাটিকে ১০০০ সপ্তাহ সিনেমাঘরে চালিয়েছিল।
৪. মোঘলে আজমকে তিন ভাষায় হিন্দি,ইংরেজী এবং তামিলে তৈরি করা হয়েছিল। কিন্তু ইংরেজী ও তামিল ভার্সন চলেনি।
৫. লগন হিন্দি সিনেমার প্রথম এমন সিনেমা ছিল যেখানে সবচেয়ে বেশি ব্রিটিশ অভিনেতা ছিল।
৬. রাজ কপুরের সুপারহিট সিনেমা "মেরা নাম জোকার"-এ একটির জায়গায় দুটো ইন্টারভাল ছিল।
৭. সিনেমা জগতের ইতিহাসে "লোক কার্গিল" পৃথিবীর সবচেয়ে লম্বা সিনেমা যেটা ৪ ঘন্টা ২৫ মিনিটের সিনেমা।
৮. "আলম আরা" প্রথম ভারতীয় সিনেমা যেখানে আওয়াজ ছিল ,এর আগে সিনেমায় কোনো আওয়াজ ছিলোনা।
৯. ১০০ কোটি টাকা প্রথম পার করে আমির খানের "গজনী" সিনেমা।
১০. "কাহো না পিয়ার হে"সিনেমাটি ৯২টি আওয়ার্ড জিতে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড নাম করেছে।
১১. দেবিকা রানী প্রথম ভারতীয় অভিনেত্রী ছিল যার কাছে সিনেমা তৈরির স্নাতক ডিগ্রি ছিল।
১২. অনিল কপূরের কাছে যখন বাড়ি ছিলোনা তখন সে রাজ কপূরের কাছে গ্যারাজে থাকার জন্য জায়গা চেয়েছিলো।
১৩. দেব আনন্দ নিজের সিনেমার নাম খবরের কাগজ দেখে রাখতো।
১৪. "খলনায়ক"সিনেমার গান "চোলি কে পিছে কয়া হে"র জন্য ৪২ রাজনৈতিক পার্টি বিরোধ করেছিল।
১৫. বলিউডের সবচেয়ে লম্বা সিনেমা "গ্যাংস অফ বাসেপুর" যেটা ৩১৯ মিনিট লম্বা।
১৬. বলিউডের সবচেয়ে ধোনি অভিনেতা আমির খানকে বলা হয়।
১৭. যুবা অভিনেতা বরুন ধাওয়ান একমাত্র অভিনেতা যার সকল সিনেমায় হিট হয়েছে।
তো বন্ধুরা আজকে এই পোস্টে আপনি জানতে পারলেন হিন্দি সিনেমার কিছু অজানা কথা। আপনি হয়তো সেটা জানতেননা। এই রকম খবর পাওয়ার জন্য প্লিজ আমাকে ফলো করুন Whatsapp,Facebook,Twitter,Google+এ এবং পোস্টি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন।
0 comments:
Post a Comment