বন্ধুরা আমরা সকলেই জানি যে মানুষ মাত্রই ভুল হয়, কখনো ছোট কখনো বড়ো।মানুষের দ্বারা করা একটি ভুল অন্যকে অনেক কষ্টে পৌঁছায়। তাই আজ আমরা জানবো মানুষের দ্বারা করা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভুলের সম্পর্কে
পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভুল - Most Expensive Mistakes Ever Made In Bangla
১. ইংল্যান্ডের একটি মহিলা প্রত্যেক সপ্তাহ লটারির টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতো। এই আশা নিয়ে যে একদিন তার লটারী লাগবে এবং সে অনেক ধোনি হয়ে যাবে। লটারির নম্বরগুলোকে সে একটি কাগজে লিখে রাখতো এবং যখন লটারির নম্বরকে টিভিতে দেখানো হতো তো সে সেই নম্বরগুলোকে চেক করতো। ২০১০ সালে একদিন সে লটারির রেজাল্ট দেখার জন্য টিভির সামনে বসলো এবং সে দেখতে পেলো যে সে লটারী জিতে গেছে। যেটা ছিল ১১০০ কোটি টাকা। এই কথা তাড়াতাড়ি গিয়ে তার স্বামীকে বললো তার স্বামী অনেক অবাক থেকে গেলো কারণ সে লটারির টিকিট গুলোকে আবর্জনা মনে করে বাড়ির বাইরে ফেলে দিয়েছিলো। যার কারণে সে কখনো ধোনি হতে পারলোনা।
২. যদি আপনি রেগুলারলি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনি জানেন যে আজকের দিনে বিটকয়েনের কতটা গুরুত্ব। এক বিটকয়েনের জন্য মানুষ কত কি করছে। কিন্তু যদি আমি এক এমন ব্যাক্তির সম্পর্কে বলি যে ৭৫০০ বিটকয়েন ভুল করে ফেলে দিয়েছে তো আপনি এই সম্পর্কে কি বলবেন। IT কোম্পানিতে কাজ করে এক ব্যাক্তি ২০০৯ সালে ৭৫০০ বিটকয়েন কিনেছিল। তখন বিটকয়েনের মূল্য না-এর বরাবর ছিল তাই সে বিটকাইনকে সামলে রাখেনি এবং ভুল করে কোথাও ফেলে দেয় ড্রাইভ টিকে। তার ৪ বছর পর বিটকয়েনের মূল্য ছিল ৭ মিলিয়ন ডলার ( প্রায় ৫০ কোটি টাকা ) . কিন্তু বর্তমানে তো এর মূল্য অনেক গুন্ বেশি আছে। তো ভাবুন ঐ মানুষটি ড্রাইভটিকে ফেলে কতো বড়ো ভুল করেছে। তার এই ভুল তাকে কোটি কোটি টাকার লস দিয়ে গেলো।
৩. যদি আপনি পুরোনো ইন্টারনেট ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে তো আপনি Excite ওয়েবসাইটের সম্পর্কে তো জানবেনই। যদি না জানেন তো আমি আপনাকে বলেদি যে এটা একটা ডেক কোম্পানী ছিল। যখন Yahoo পৃথিবীর সবচেয়ে বেশি Search করার জন্য Search Engine ছিল তখন Excite দ্বিতীয় নম্বরে ছিল। সেই সময় সেই কোম্পানিকে Google কে কেনার জন্য অফার দেওয়া হলো এবং ডিল ছিল শুধু ৪৮ কোটি টাকার। কিন্তু তখনকার Excite.com এর সিইও জর্জ বেল গুগলকে কেনার জন্য মানা করে দিয়েছিলো। বেলের এটা সবচেয়ে ভুল ছিল যখন এই কোম্পানি ৪৮ কোটি টাকায় পাওয়া যাচ্ছিলো এখন গুগলের মূল্য ৩২ লক্ষ কোটি টাকা। আর এটা ইতিহাসে সবচেয়ে বড়ো ভুল হবে।
৪. ১৮৬৭ সালে রাশিয়ার রাজা দ্বিতীয় আলোকজান্ডার আলাস্কাকে বরফে ঢেকে থাকার জন্য আমেরিকাকে মাত্র ৫০ কোটি তাকাই বিক্রি করে দেয়। পরে আমেরিকাকে সেখান থেকে সোনা এবং অনেক খনিজ পদার্থ পাওয়া গেলো যার ফলে আলাস্কার মূল্য অনেক গুন্ বেড়ে গেলো। বর্তমানে আলাস্কার মোট মূল্য ৩ লক্ষ কোটি টাকা।
৫. Apple কোম্পানির সিইও Steve Jobs এবং Steve Wozniak-এর পর তৃতীয় ফাউন্ডার Ronald Wayne ১৯৭৬ সালে নিজের কাছে থাকা কোম্পানির ১০% শেয়ার মাত্র ৫০০০ টাকায় বিক্রী করে দিয়েছিলো। যদি আজকে তার কাছে সেই শেয়ার টি থাকতো তবে সেও বাকি দুই ফাউন্ডারের মতি কোটিপতি হতো। Ronald Wayne আজ ২ লক্ষ কোটি টাকার মালিক হতেন।
৬. ২০০০ সালে থিমস নদীর ওপরেকটি ব্রীজ তৈরি করা হয়েছিল যার নাম The Millennium Bridge রাখা হয়েছিল। দেখতে খুব সুন্দর ব্রিজটির যখন উদ্ঘাটন করা হলো তখন ব্রীজটির খোলার ৩ ঘন্টা পর ব্রীজটিকে বন্ধ করতে হলো। কারণ মানুষের ভিড়ের কারণে ব্রীজটি আগে-পিছে দোলছিলো। এই খামিটাকে দূর করার জন্য আবার ৪০ কোটি টাকা দেওয়া হলো পরে যেটা গিয়ে ১৩০ কোটি টাকাই পৌঁছায়। তাই এটাকে ব্যয়বহুল মানবীয় ভুলের লিস্টে রাখা হয়েছে।
বন্ধুরা যদি আপনাকে এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
0 comments:
Post a Comment