আজকে জানবো পৃথিবীর 5 সবচেয়ে ভয়ংকর রেলের রাস্তা সম্পর্কে। যেখানে ভ্রমন করা মানে মৃত্যুকে নেমন্তন্ন করা। তবুও মানুষ নিজের প্রাণকে বিপদে ফেলে এই রাস্তায় আনন্দের সাথে ভ্রমন করে।
পৃথিবীর 5 সবচেয়ে ভয়ংকর রেলের রাস্তা - 5 Most Dangerous Railway Bridges In The World In Bangla
Devil's Nose
এই রাস্তা ইকুয়েডরের পাহাড়ি এলাকার ওপর দিয়ে যাই। এর একদিকে উঁচু উঁচু পাহাড় আছে আর একদিকে গভীর গর্ত আছে। তার জন্য একে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রাস্তা বলা হয়। adventure কে পছন্দ করা মানুষেরাই এখানে দূর-দূরান্ত থেকে আসে। যাতে এই ভয়ংকর রাস্তার আনন্দ নিতে পারে। আপনি যদি adventure পছন্দ করেন তাহলে এই রাস্তায় একবার অবশ্যই ride করবেন .
Pamban Bridge
এটি ভারতের সবচেয়ে ভয়ংকর রেলের রাস্তা। এখানে ট্রেন সমুদ্রের জল কে চিরে বের হয়ে যায়।যত মজা এখানে ট্রেনকে সমুদ্র উপর দিয়ে চলে যেতে দেখে হয়। তারচেয়ে বেশি মজা ট্রেনের উপর বসে সমুদ্রের উপর দিয়ে ভ্রমন করা।
Mecklong Railway Market
এই ট্রেনের রাস্তাটি থাইল্যান্ড এ অবস্থিত। যেখানে train একটি বাজারের ভেতর দিয়ে পাস হয়। যখন কোন ট্রেন আছে তখন সবাই নিজের দোকান সরিয়ে নেই। এবং যখন ট্রেন চলে যায় তখন সবাই সেই জায়গায় আবার রেখে দেয়। ভিড় বেশি হওয়ার কারণ এখানে train খুব আস্তে চলাচল করে। যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে। এই বাজারে ডিম এবং শাকসবজি বেশি বিক্রি করা হয়।
Burma Railway
এই রাস্তাকে মৃত্যুর রাস্তা নামেও জানা যায়। কারণ এই রাস্তাটিকে তৈরি করতে গিয়ে 1 লক্ষ শ্রমিকের কাজ করতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হয়। মারা যাওয়া বেশিরভাগ মানুষ বন্দি ছিল। এদেরকে জোর করে এই রাস্তাটি তৈরি করার জন্য লাগানো হতো। কিছু কিছু বন্দি অত্যাচার সহ্য করতে না পেরে নদীতে লাফিয়ে আত্মহত্যা করে। আজও ট্রেনের যাত্রীদেরকে ট্রেনের বাইরে মারা যাওয়া মানুষের আত্মা দেখতে পাই। বন্ধু আপনি কি এই রাস্তা দিয়ে ট্রেনে করে ভ্রমণ করতে চান প্লিজ কমেন্ট বক্সে উত্তর দিন।
ND & W Railway
এটি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রাস্তার মধ্যে 1 টি। এই রাস্তা দিয়ে কেউ ভ্রমণ করতে চাইবে না। কারণ এই রাস্তার কোথাও আঁকাবাকা তো কোথাও উঁচু-নিচু। কখনো তো ট্রেন রেলের লাইন থেকে নিচে নেমে যায়।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
0 comments:
Post a Comment