দৃশ্যমান প্রাণী যাদের খালি চোখে দেখতে পাওয়া যায়না
Leptocephalus
Leptocephalus ইল মাছের লার্ভা। এদের শরীরে জেলির মতো একধরণের পদার্থ থাকে। এদের শরীর Transparent বা স্বচ্ছ হয়। এদের শরীরে রক্ত কোশিকাও থাকেনা। এই লার্ভা বোরো হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত কোশিকাও উৎপন্ন হতে থাকে। তিন মাস থেকে এক বছর পর্যন্ত অর্ধ অদৃশ্য শরীর নিয়ে জলে থাকে। দ্বিতীয় ধরণের লার্ভাও হয় যেটি বোরো এবং চওড়া। হতে পারে লম্বা এবং চওড়া লার্ভাটি রৰার ইল জাতির লার্ভা।
Phronima
উত্তরীয় আটলান্টিক মহাসাগরের তলায় অনেক ধরণের অপরিচিত প্রাণী দেখতে পাওয়া গেছে। তার মধ্যে ফ্রোনিমাও এক। যদিও এই প্রাণীটি এক ইঞ্চির দেখতে। কিন্তু এর শরীর Tranparent বা স্বচ্ছ দেখতে। এই প্রাণী Salps জাতীয় ছোট প্রাণীর দেহের ভেতর ঢুকে যাই এবং তাকে ভেতর থেকেই খেতে শুরু করে। যার ফলে Salps প্রাণীটির মৃত্যু হয়। তখন এই ফ্রোনিমা জীবের মৃত শরীরের ভেতরে ডিম্ পারে।
Sea Salp
এই ছোট সামুদ্রিক প্রাণীও ট্রান্সপ্যারেন্ট শরীরের হয়। এই প্রাণী একে ওপরের সঙ্গে মিশে এক লম্বা চেন তৈরি করে।যেটা ১৫ ফুট লম্বা। ওয়াশিংটনের উপকূলে এই প্রাণী বেশি দেখতে পাওয়া যায়।
Crocodile Icefish
এই ভূতুরে মাছের রং বর্ণহীন। রক্ত কোশিকা এবং হিমো গ্লোবিন ছাড়া জীবিত একমাত্র প্রাণী। এই প্রাণী আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার ঠান্ডা সমুদ্রে দেখতে পাওয়া যাই।
Sea Angel
এই প্রাণী আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যাই। এই সব প্রাণী ছাড়াও এদের মতো আরো অনেক ধরণের প্রাণী দেখতে পাওয়া যাই। যেমন গ্লাস অক্টোপাস,গ্লাস ক্যাটফিশ,সি নাটস ইত্যাদি ধরণের প্রাণীরেরও শরীর ট্রান্সপ্যারেন্ট।
একটা প্রশ্ন তো মনের মধ্যে অবশ্যই আসছে যে এইসব প্রাণী কি দিয়ে তৈরি ? আপনি আমাদের চোখের লেন্সকেই ধরেনেন। আমাদের চোখের লেন্স যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থ দিয়েই এইসব প্রাণী তৈরি হতে পারে। আমাদের পৃথিবীতে এর চেয়েও ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ প্রাণী থাকতে পারে যেটা আমাদের চোখ তাদের দেখতে পাচ্ছে না বা ক্যামেরাও তাদেরকে ধরতে পারছেনা। বন্ধুরা আপনার কি রাই প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন।
যদি এই আর্টিকেলটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
0 comments:
Post a Comment