মরুভূমির একেবারে মাঝখানে অবস্থিত এই সুন্দর শহরটি সম্পর্কে জানুন
পৃথিবীতে ঘোরার জন্য অনেক জায়গা আছে। এইরকমই একটি জায়গা যেটা মরুভূমির মাঝামাঝি অবস্থিত। প্রায়ই মরুভূমির নাম শুনতেই চোখের সামনে শুধু বালি আর বালির কথা সবার আগে ভেসে ওঠে। কিন্তু দক্ষিণ পেরুতে এমন একটি শহর আছে যেটি মরুভূমির মাঝখানে অবস্থিত। এখানে চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা এবং জলেরও কোনো অসুবিধে নাই।
google image
দক্ষিণ আমেরিকার ইসা মরুভূমিতে অবস্থিত এই শহরের নাম হুয়াকাচিনা। যেটা দক্ষিণ পেরু থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত। এই জায়গা মাত্র ২০০ মিটারের মধ্যে তৈরি করা হয়েছে এবং এখানে কেবল ১০০ জন মানুষ বাস করে। কিন্তু এখানকার সুন্দর দৃশ্য দেখার জন্য সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে।
google image
0 comments:
Post a Comment