কখনো দেখেছেন এইরকম ব্রীজ যার ওপর দিয়ে নদী বয়ে যাই ?
জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যানবাহনের সংখ্যাও খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। আজ প্রত্যেক ব্যাক্তির কাছে নিজের গাড়ি বা বাইক আছে। যার ফলে শহরে ট্রাফিক বেড়ে চলেছে। এই ট্রাফিককে লক্ষ্য করে সরকার রাস্তার ওপর দিয়ে ব্রীজ তৈরি করে দিয়েছেন যাতে মানুষের আসা যাওয়া সুভিধাজনক হয়ে ওঠে। এইরকম আপনি অনেক ফ্লাইওভার অথবা ব্রীজ দেখেছেন। কিন্তু জার্মানি দেশে মেগডেন নাম একটা শহরে নদীর ওপর ব্রীজ তৈরি আছে আর এই ব্রীজের ওপর যানবাহনের জায়গায় নদীর জল বয়ে যাই।
google image
এই ব্রীজের কাজ ১৯৩০ সালে শুরু হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এর কাজ মাঝখানেই থেমে যাই। ১৯৯৭ সালে এর কাজ আবার শুরু হয় এবং ২০০৩ সালে এটা সম্পূর্ণ হয়। এই ব্রীজের ওপর ছোট বোরো জাহাজও চলাচল করে। এই ব্রীজটি লম্বায় প্রায় ১ কিমি।ব্যাবসায়ীদের জন্য এই ব্রীজটি অনেক গুরুত্বপূর্ণ।
google image
এই ব্রীজ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল মেগডবর্গ শহরের বাইরে হোবেল এবং মিটল্যান্ড খাল উল্টো দিকে বইতো ,তারজন্য এই খাল দুটোকে এক সঙ্গে মিলিয়ে নদীর উপর দিয়ে ব্রীজের দ্বারা নিয়ে যাওয়া হলো এবং শহর থেকে অনেক দূর এল্বে নদীতে মিশিয়ে দেওয়া হলো। এই ব্রীজ পর্যটকদের দেখার জন্য খুব আকর্ষণীয় কেন্দ্র।
0 comments:
Post a Comment