আপনি কখনো দেখেছেন কবরের পাহাড়, যদি না দেখেছেন তো দেখেনিন
কবরের পাহাড় : আপনি অনেক পাহাড় দেখেছেন বড়ো বড়ো পাথরের তৈরি। কিন্তু এমন এক পাহাড় আছে যেটা পাথরে তৈরি না সেটা হচ্ছে কবরের তৈরি পাহাড়। এই অদভুত পাহাড় হংকংয়ে অবস্থিত।এই পাহাড়ের সম্পর্কে বলা যাই যে এই পাহাড় পুরো কবরের তৈরি করা হয়েছে। এই পাহাড় সত্যি মানুষের কবরের তৈরি।
এই পাহাড় হংকংয়ের পশ্চিমি ভূখণ্ডের পখ ফু লাম নামের এক জায়গা। যেখানে আছে একটি পাহাড়। এই পাহাড়ে দূর দূর পর্যন্ত শুধু মানুষের কবর দেখতে পাওয়া যাই। এই পাহাড় অনেক কবরের সঙ্গে মিলে তৈরি হয়েছে। এই পাহাড়ে যদি আপনি এক কবর থেকে অন্য কবর যেতে চান তবে আপনাকে সিঁড়ির ব্যবহার করতে হবে। কারণ এই পাহাড় অনেক উঁচু এবং বড়ো।
হংকংয়ের এই জায়গা ১৮৮২ সালে তৈরি করা হয়েছিল। তখন থেকে এখানে অনেক মৃত দেহ কবর দেওয়া হয়েছে। আগে একে চিনি ক্রিশ্চিয়ান সিমিট্রি বলা যেত। যখন থেকে এই সিলসিলা শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত শেষ হওয়ার নাম নিচ্ছেনা। আজও এখানে মৃত দেহ কবর দেওয়া হয় এবং এই কবরের পাহাড় বাড়তে আছে।
0 comments:
Post a Comment