আপনি কি জানেন জিন্সের উপর YKK কেন লেখা থাকে ?
ছোট থেকে বড়ো বর্তমানে কত জিনিসের আবিষ্কার হয়েছে। যেগুলি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো প্যান্টের জিপ। বাচ্চাদের ব্যাগ এবং মহিলাদের পার্সেও রয়েছে জিপ। জিপ যদি না থাকতো তাহলে অনেক কাজ আটকে যেত।
কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে আপনার প্যান্ট বা জিন্সের চেনে YKK কেন লেখা থাকে ?
YKK এর পুরো নাম Yoshida Kogyo Kabushikigaisha । এটি বিশ্বের প্রথম চেন প্রস্তুতকারক কোম্পানি। ৭১ টি দেশে উপস্থিত আছে এর শাখা। ১৯৩৪ সালে টোকিওর এক ব্যাবসায়ী তাদেও য়োশিদা এর আবিষ্কার করেছিলেন। একটি গবেষণা অনুযায়ী বিশ্বের অর্ধেকের বেশি চেন তৈরি করেছে এই কোম্পানিতে।
এই ছোট্ট আবিষ্কার কোটি কোটি মানুষের সম্মান রক্ষা করছে। তেমন লক্ষ লক্ষ লোকের বেকারত্ব দূর করেছে।
এই কোম্পানির বৃহত্তম শাখা হচ্ছে আমেরিকার জর্জিয়া। যেখানে প্রতিদিন ৭০ লক্ষ চেন তৈরি হয়। জিন্সের প্যান্ট ছাড়াও YKK কাপড়ে এবং ব্যাগের চেনো তৈরি করে।
0 comments:
Post a Comment