ভারত কে পৃথিবীতে তন্ত্র-মন্ত্র এবং রহস্যময় দেশ নাম জানে। ভারতের মাটিতে অনেক অমীমাংসিত রহস্য আছে। তার মধ্যে কিছু ঘটনা এমন আছে যে তার সায়েন্সটিফিক রিসার্চও করা হয়েছে কিন্তু কোনো ফল আসেনি। বৈজ্ঞানিক এবং বিশেষজ্ঞরা আজপর্যন্ত মীমাংসা করার চেষ্টা করছেন। যদিও এটি একটি অবিস্মনীয় তবুও বিজ্ঞানের প্রগতির ফলেও অনেক ঘটনা থেকে পর্দা ওঠেনি।
তো আসুন ভারতের কিছু রহস্যের সম্পর্কে জানি যাদের সত্যি আজ পর্যন্ত প্রমাণিত হয়নি।
ভারতের সবচেয়ে বড়ো রহস্যময় ঘটনা - Biggest Unsolved Mysterious Miracles Of India
যমজ লোকের গ্রাম :
কেরালার কোডিনহি গ্রামকে টুইন ভিলেজ নামেও সবাই জানে। এই গ্রামে ২০০০ মানুষ বাস করে। ২০০০ মানুষের মধ্যে ২০০ জোড়া মানুষ যমজ। বিশেষজ্ঞদের জন্য এই গ্রামটি রহস্যে ভরা। কারণ ভারতের মোট যমজ মানুষের চেয়েও এই গ্রামের যমজ মানুষের সংখ্যা বেশি।
বুলেট বাবার রহস্য :
একটি মানুষ তার নিজের বুলেট বাইকে করে যাচ্ছিলো কিন্তু পথে তার দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাই। পুলিশ তার বাইক বুলেটকে থানায় নিয়ে আসে কিন্তু পরের দিন বাইকটি দুর্ঘটনা স্থলে আবার পৌঁছে যাই। পুলিশ অনেক বার বুলেট থেকে পেট্রল বের করে থানায় নিয়ে আসে কিন্তু তবুও বাইকটি দুর্ঘটনাস্থলে পৌঁছে যাই। এটি আজ পর্যন্ত রাজস্থান রাজ্যে রহস্যময় হয়ে আছে।