অবর্তন ব্রীজ - এখানে কুকুর আত্মহত্যা করতে আসে
অবর্তন ব্রীজ - এখানে কুকুর আত্মহত্যা করতে আসে : স্কটল্যান্ডের ডোম্বর্তন নামের জায়গায় মিল্টন নামের এক গ্রামে এমন একটা ব্রীজ আছে যেখানে কুকুরকে আত্মহত্যা করার জন্য আকর্ষিত করে। ৬০ এর দশক থেকে আজ পর্যন্ত এই ব্রীজ থেকে ৬০০ টা কুকুর আত্মহত্যা করেছে। ১৮৫৯ সালে তৈরি এই ব্রীজের নাম অবর্তন ব্রীজ এবং ১৯৫০ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত প্রথমবার কুকুরের আত্মহত্যা লক্ষ্য করা হয়েছিল।
google image
সবচেয়ে বড়ো অবাক করার বিষয় হচ্ছে যে যতটা কুকুর আত্মহত্যা করেছে সেই কুকুরগুলো ছিল রহস্যময়। এমন কি রহস্য আছে পাথরের এই ব্রীজে যে কুকুরকে আত্মহত্যা করার জন্য বাধ্য করছে। কিছু লোক মনে করে যে এই ব্রীজে কিছু দুষ্ট শক্তির সায়া আছে। ১৯৯৪ সালে এক ব্যাক্তি নিজের বাচ্চাকে অবর্তন ব্রীজের ওপর থেকে নিচে ফেলে দেয় এবং বলে যে সেই বাচ্চাটা এন্টি খ্রীষ্ট। কিছুদিন পরে ঐ লোকটিও সেই ব্রীজের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
google image
মনে করা হয় যে কুকুর না দেখতে পাওয়া জিনিসগুলোকে অনুভূব করতে পারে। এইসব ঘটনাকে লক্ষ্য করে বোর্ড ঝুলিয়ে নিজের কুকুরকে সাবধানতার সঙ্গে রাখতে বলা হয়েছে।
0 comments:
Post a Comment