২০০০ সাল আগেও কম্পিউটার ছিল, দেখেনিন প্রমান
আজ কম্পিউটার ছাড়া কোনো কাজ হয়না। অথবা এটা বলতে পারেন যে কম্পিউটার আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়েগেছে। আজ আমরা কম্পিউটার ছাড়া ভবিষ্যতের কল্পনাও করতে পারিনা। আমরা এটা তো জানি যে দুনিয়ার নম্বর ১ সুপার "কম্পিউটার" চীন দ্বারা তৈরি করা হয়েছে "শুন্বয় তাইহুলাইট" কে।
google image
আপনি কি জানেন যে আজ থেকে ২০০০ সাল আগে কম্পিউটারের মতো উপকরণের ব্যবহার করা হতো এবং বিজ্ঞানীরাও এই কথার পুষ্টি করে দিয়েছে। ১৯০০ সালে গ্রিসে যে পুরোনো জাহাজের মধ্যে এক বিচিত্র জিনিস পাওয়া গেছিলো। যেটা ছিল একটি মেশিন। মেশিনটাকে দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলো। আসলে সেটা এমন এক মেশিন ছিল যার সাহায্যে এস্ট্রোনমি সাইকেলের খোঁজ করা যেতে পারতো। আজকে বিজ্ঞান মহাকাশ সম্পর্কে যতটা শোধ করা হচ্ছে , সেটা আগেও করা হতো এবং দিন-রাত-বছর-মাসের ধারণা আগেই লোক জেনে গেছিলো।
google image
গবেষকরা বলছেন যে ডিকোড-এর প্রথম চরণের যে ফল বের হলো সেটা আশ্চর্যজনক ছিল। তারা মনে করেন যে গ্রিক এর প্রয়োগ ভবিষ্যৎ জানার জন্যও করতো। গবেষকরা মনে করেন যে প্রায় ৬০ থেকে ২০০ খ্রিস্ট পূর্ব গ্রিক বৈজ্ঞানিক দ্বারা এর ব্যবহার করা হতো।
google image
এই কম্পিউটারে কাঁসার তৈরি যন্ত্র এক রকম ক্রোম দিয়ে লাগানো হয়েছে। এর দ্বারা গ্রহণের ভবিষ্যবাণীর সঙ্গে সূর্য,চন্দ্র এবং তারার গণনা করা হতো। এই কম্পিউটার ১০০ বছরেরও বেশি সময় থেকে বৈজ্ঞানিকদের জন্য ধাঁধা তৈরি ছিল।
0 comments:
Post a Comment