এই জায়গায় আছে টাকার গাছ, একটি কয়েনের মূল্য ....
আজ আমি আপনাকে এমন এক গাছের সম্পর্কে বলতে যাচ্ছি যেটা শুনে আপনি অবাক থেকে যাবেন। আর আপনি বলবেন যে এটা মিথ্যা, এটা হতে পারেনা এটা সম্ভব নয়। কিন্তু এটা সত্য। ইংল্যান্ডের স্কটিশ দ্বীপের পিক জেলাতে এই গাছটি অবস্থিত। এই গাছে লাখ লাখ কয়েন লাগা আছে।
google image
নিজের ইচ্ছার সিদ্ধি লাভের জন্য ব্রিটেনবাসী এই গাছের মধ্যে টাকা পুঁতে।
এই গাছের গল্প শুরু হয় ১৭০০ খ্রিষ্টাব্দ থেকে। গুড লাক পাবার লালসায় মানুষ এই গাছটিকে দর্শন করতে আসে।
উৎসব এবং খুশির সময় মানুষ এই গাছে কয়েন পুঁতে যাই, যাতে মনের কথা পূর্ণ হয়।
google image
এই গাছে অনেক মূল্যবান কোয়েনও আছে, যার মূল্য বর্তমানে কোটি কোটি টাকা। এই টাকার গাছে অনেক দেশের কোয়েনও দেখতে পাবেন। অনেক মানুষ মনে করেন এই টাকার গাছে কোনো দেব-দেবীর বাস আছে। এইরকমই ইংল্যান্ড ছাড়া আমেরিকাতেও এই টাকার গাছের প্রতি অনেক শ্রদ্ধা আছে।
0 comments:
Post a Comment