এই ঝর্ণার জল আপনি ছোবেন না, ছুলে পাথর হয়ে যাবেন, জানুন এর রহস্য কি ?
আপনি যখন কোথাও বেড়াতে যান তখন ঝর্ণা দেখার ইচ্ছে জাগে আপনার মনে মধ্যে।কিন্তু আপনি কখনো এমন ঝর্ণা দেখেননি যার জলের দ্বারা সবকিছু পাথরে পরিণত হয়। আজ আমি আপনাকে সেই ঝর্ণার সম্পর্কে কিছু বলতে যাচ্ছি।
google image
এই ঝর্ণাটি ইংল্যান্ডের মাদার ক্যাব ঝর্ণা যেটা কোনো আশ্চর্যজনক থেকে কম না। এই ঝর্ণার জল থেকে সব কিছুর পাথরে পরিণত হওয়া শুনে মনে হচ্ছে যে কোনো অলৌকিক শক্তির কাজ।এই ঝর্ণার জলে উপস্থিত কেমিক্যাল এর কারণে মানুষ এর থেকে দূরে থাকতে ভালো মনে করে। মানুষের চিন্তা থাকে যে এই জল থেকে তারা যেন পাথর না হয়ে যাই।
google image
এই জলের রহস্য কি
ঝর্ণার জলে যে জিনিসই সম্পর্কে আসে সেই জিনিসই পাথর হয়ে যাই। এর কারণ হচ্ছে এই জলে চুনের মাত্রা বেশি পরিমানে থাকা। যার কারণে সব জিনিসের ওপর পেট্রিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাই। স্থানীয় লোকেরা এখানে নানা রকম জিনিস বেঁধে ঝুলিয়ে দেয় যেটা পরে পাথরে পরিণত হয়। এখানে আপনি সাইকেল থেকে নিয়ে অনেক কিছু কে পাথরে পরিণত হয়ে আছে দেখতে পাচ্ছেন।
google image
google image
google image
google image
google image
বনধুরা যদি এই পোস্টি ভালো লাগে তাহলে আমাকে ফলো করুন। এইরকম মজাদার পোস্ট পড়ার জন্য।
0 comments:
Post a Comment