google image
বন্ধুরা আজকে আমরা জানব উড়ন্ত Car-এর সম্পর্কে যেটা হয়তো আমাদেরকে ভবিষ্যতে যাত্রা করতে হবে। তো চলুন জানি উড়ন্ত ৪ টি Car-এর সম্পর্কে
উড়ন্ত ৪ টি Car - Flying Cars In Bangla
Pal v One
এটি হেলিকপ্টার এর মতো দেখতে। এই Car-টিকে রাস্তায় চালানো ছাড়াও আকাশেও ওড়ানো যায়। এই Car-এ দুটি মানুষ আরাম করে বসে যেতে পারে। যদি আপনি কোনো ট্রাফিকে ফেঁসে যান তাহলে চিন্তার কোনো কারণ নাই , শুধু একটি বোতাম দাবলেই এর পাখা খুলে যাই এবং এটি ওড়ার জন্য তৈরি হয়ে যাই। এই Car-এ Safety কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর মধ্যে লাগা সেন্সর একটি সুরক্ষিত স্থানে Land করিয়ে দেয়।
google image
Terrafugia Transition
এই Car আমেরিকার এক Company বানিয়েছে কার্বন ফাইবারের সাহায্যে। এই হাইব্রিড Airoplane আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে রাস্তাতেও চলতে পারে। এর পাখা ফোল্ড হয়ে গাড়িটিকে ছোট করে দেয়। এই Plane এ অনেক আধুনিক ফীচার দেওয়া হয়েছে। ৩ লিটার Fuel এ এই Car ৫৬ কিলোমিটার চলতে পারবে যা এক হাইব্রিড Car এর জন্য অনেক। এই Car এর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই Car নর্মাল Car এর মতোই পেট্রোলেও চালানো যাবে। এই Car এ আপনাকে দামি জেট প্লেন Fuel এর জন্য টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই।
google image
The Maverick
এই Car অফ রোডেও চালানো যাবে এবং বাতাসেও ওড়ানো যাবে। এই Car চালানোর জন্য আপনাকে কোনো ধরণের Pilot Liesense এর প্রয়োজন হবেনা। এই গাড়ীর মূল্য ৬০ লক্ষ্য টাকা। ভবিষ্যতে এই গাড়ির মূল্য অনেক কমে যাবে।
google image
Aeromobil 3.0
সবচেয়ে Stylish এবং সুন্দরোতাই পরিপূর্ণ এই Car . এর পাখা বন্ধ হলে এটি Car এর মতো দেখতে লাগে। এই গাড়ি এয়ারপোর্টেই নোই যেকোনো জায়গায় ল্যান্ড করতে পারবেনসেটা উব্র খাব্র জায়গায় বা হোক না কেন। এই গাড়িতে লাগানো ইঞ্জিনের জন্য একে বাতাসে ২০০ঘন্টার স্পীডে চালাতে পারবেন।
google image
বন্ধুরা আপনাকে এই পোস্টি কেমন লাগলো প্লিজ কমেন্ট বাক্স এ কমেন্ট করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন।